বেসরকারী রেলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও নিয়মাবলী মেনে চলার নির্দেশ জারি করেছে রেল মন্ত্রক। বুধবার ট্রেনের বিনিয়োগের জন্য প্রি অ্যপলিকেশন মিটিংয়ে যোগ দিয়েছিল প্রায় ২৩ টি সংস্থা। সেখানে উপস্থিত ছিল অলস্টোম, সিমেন্স এবং জিএমঅর এর মত নামী সংস্থা। সেখানেই কিছু নিয়মাবলী প্রকাশ করে রেল মন্ত্রক। মূলত যাত্রীদের কি কি সুবিধা এবং পরিষেবা প্রদান করা হবে, সেই বিষয় নিয়েই বৈঠক করা হয় এদিন।