আবারও চরম অমানবিকতার স্বীকার হলেন এক বৃদ্ধা। ঘটনাটি কোন্নগরের নবগ্রাম বিধানপল্লী এলাকার। বৃদ্ধার নাম কাজল রায়। তিনি তার দাদা উষা চন্দের বাড়িতে থাকেন। অসহায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার দাদা ও বৌদির বিরুদ্ধে।বৃদ্ধার দাদা প্রাক্তন সেনাকর্মী ও পরে অবসরপ্রাপ্ত ব্যাংকর্মী। বাড়ি থেকে বের করে দেওয়ার পর অসহায় বৃদ্ধাকে রাস্তায় ঘোরা ঘুরি দেখে কিছু স্থানীয় ছাত্রীরা। তারপর তারাই খবর দেয় কানাইপুর ফাড়ির পুলিশকে। এরপর পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে তার দাদার বাড়িতে রেখে আসে।কিন্তু তারপরেও ওই বৃদ্ধাকে বাড়িতে রাখতে অস্বীকার করেন দাদা ও বৌদি বলে অভিযোগ। সোমবার সকালে এই খবর পেয়ে বৃদ্ধার বাড়িতে পৌঁছায় নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার ও কানাইপুর ফাড়ির পুলিশ।উপপ্রধানের ও পুলিশের হস্তক্ষেপে অসহায় বৃদ্ধাকে রাখতে রাজি হয় বৃদ্ধার দাদা বৌদি।তবে জানা গেছে বৃদ্ধার ভাইপো তাকে রাখতে রাজি হলেও বাবা মায়ের চাপে কিছু করতে পারেনি।তবে ওই বৃদ্ধার কি সুরাহা হবে সেটাই এখন প্রশ্ন।