ভূমি টিভি ডেস্ক : গত কয়েক দিন ধরে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে তৈরী হয়েছে নানা জল্পনা। কেউ কেউ বলছেন মানসিক অবসাদের কারনে তিনি আত্মহত্যা করেছেন। আবার কারো কারো মতে এটি একটি পরিকল্পিত হত্যা। এই ঘটনার পূর্ন CBI তদন্তের জন্য অনেক প্রভাবশালী নেতা থেকে শুরু করে কর্ণি সেনা, নামকরা বিহারি ও ভোজপুরি অভিনেতা, অভিনেত্রীরা দাবি জানিয়েছেন। এবার সেই জল্পনার তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী পায়েল রোহাতগি। যিনি সর্বদাই নিজের করা মন্তব্য নিয়ে লাইমলাইটে থাকেন ও বিতর্কে জড়ান।
সম্প্রতি রাজপুতের বন্দরার ফ্ল্যাটের একটি ভিডিও সামনে আসে। এই ভিডিওটি সেই ঘরের যেখানে তিনি আত্মহত্যা করেন। সেই ভিডিও ফুটেজে সুশান্তের বোন, কিছু পুলিশ অফিসার নজরে পরে। পায়েল রোহাতগির কথায়, খুব ভালো করে খতিয়ে দেখলে একটি সবুজ রঙের দুপাট্টা ঝুলতে দেখা যাচ্ছে, যেটা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে রাজপুত আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু সন্দেহ দানা বাঁধছে অন্য জায়গায়। পায়েলের দাবি সামান্য একটা দুপাট্টার ফাঁসে সুশান্তের গলায় এমন দাগ পড়তে পারে না বলে জোড়ালো দাবি তুলেছেন পায়েল। এই ঘটনার পূর্ণ CBI তদন্তের দাবি জানিয়েছেন অভিনেত্রী। তার কথায় এটি পরিষ্কার যে এটি একটি পরিকল্পিত হত্যা যা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।