নিজস্ব প্রতিনিধি : গোটা বিশ্ব যখন করোনা নামক ভাইরাস এ আতঙ্কিত,গোটা দেশ জুড়ে চলছে যখন লকডাউন। জরুরি পরিষেবা বাদে বন্ধ ট্রেন,বাস, ও অন্যান্য পরিষেবা। বন্ধ বেশিরভাগ দোকান পাট ও এই পরিস্থিতি তে বিশেষ কিছু মানুষের কাজকর্ম চলছে ঘরে বসে এবং বাদবাকি প্রায় বন্ধ, যেই সময় সারাদেশ থেকে শুরু করে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়তে শুরু করেছে সেই পরিস্থিতিতে অধিক বেসরকারি কোম্পানি কর্মী ছাঁটাই শুরু করেছে |
এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ লকডাউন এরমধ্যে খাওয়া-দাওয়া থেকে চলাফেরা করছেন নিজের সঞ্চয়ের অবলম্বনেই। তাই যেই হারে করোনা আক্রান্ত সারাদেশ থেকে রাজ্যজুড়ে বেড়েই চলেছে তাতে লকডাউন উঠে যাওয়া প্রায় অলীক কল্পনা মাত্র,
তাই একেবারে ভিন্ন রূপে মানুষের মনে আশার ফুল ফোটাতে ও মনোবল বাড়ানোর জন্য তাদের সবার তরফ থেকে এক প্রচেষ্টা করেছেন। এই গানের ভিডিওটি জনপ্রিয় রকস্টার তন্ময় সাধক ও বাংলার জনপ্রিয় টিকটিক স্টারদের নিয়ে বানিয়েছেন। হিন্দিতে মুসকুরায়েগা ইন্ডিয়া এই গানটির এ বাংলা ভার্সন।
সেই হিন্দি ও বাংলা দুটি ভার্সন দেখতে ক্লিক করুন নিচের লিংকে…
মুসকুরায়েগা ইন্ডিয়া এই গানটির এ বাংলা ভার্সন রকস্টার তন্ময় সাধকের
মুসকুরায়েগা ইন্ডিয়া হিন্দি গানটি