বিজেপি নেতা সায়ন্তন বসু নানা সময় রাজ্যের শাসক দলের নেতা নেতৃত্বদের নিয়ে নানা মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন এবার সেই বিজেপি নেতা সায়ন্তন বসুর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে তারকেশ্বর থানার মাধ্যমে জেলাশাসকের কাছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি। গতকাল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে এক অনুষ্ঠানে মন্তব্য করেন, সায়ন্তন বসু কাজেও যেমন, উনি দেখতেও তেমন। এই বক্তব্যের বিরুদ্ধে সোমবার বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সহ-সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, সায়ন্তন বসু কে কুৎসিত কালো ব্যাখ্যা করে বর্ণবৈষম্যমূলক উসকানি দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা এর প্রতিবাদ জানিয়ে অভিযোগ জানিয়েছি।