বিশ্ব যোগা দিবসে সকাল সকাল স্থানীয় বাসিন্দা ও প্রাতঃভ্রমনের সঙ্গীদের নিয়ে নিউটাউনের ইকোপার্ক এর আইফেল টাওয়ারের সামনে যোগা অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘বদলা চাই বদল চাই’, দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই। সেই ঘটনা নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলে তিনি জানান হিংসার প্রতিরোধ যদি কেউ ভাবে মন্ত্র জপ করে সমস্যা সমাধান হবে। তাহলে সে ভুল করবে, শ্রীকৃষ্ণ যুদ্ধ করে জয়লাভ করেছিল।