করোনা রোখা আর চোখের ক্ষতি না করে গ্রহণ দেখা। এমনই অভিনব ডুয়াল ফেস শিল্ড বানালেন এক স্যানিটাইজার ও মাস্ক প্রস্তুতকারক। অমিত চক্রবর্তী । সৌরজাত ব্যানার্জি । দুই বাঙালি স্বদেশী ভাবনা থেকে বানাচ্ছেন স্যানিটাইজার মাস্ক এবং অভিনব ফেস শিল্ড। সৌর যত নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সৌর কথাটি। তার মাথাতেই প্রথম আসে সাধারণ ফেস শিল্ডেরস্বচ্ছ গার্ডের জায়গায় যদি এক্সরে প্লেট বসিয়ে দেওয়া যায় তাহলেই কেল্লা ফতে। ঠিক তেমন ভাবেই তারা বানিয়ে ফেলেছেন ফেইস শিল্ড। ফলে আলাদা করে আর সূর্যগ্রহণ দেখতে গিয়ে সস্তা বাদামি চশমার দরকার হচ্ছে না। এক ঢাকনাতেই প্রতিরোধ করা যাচ্ছে দুই বাধা করো না আর আল্ট্রাভায়োলেট রে। সূর্যগ্রহণ। এমনিতেই বহু জায়গায় একসঙ্গে দেখা সম্ভব হচ্ছে না। করোনার কারণে। মুখে মাস্ক হাতে গ্লাভস। বারবার স্যানিটাইজার এর ব্যবহার। এত কিছুর মধ্যে আবার সূর্যের গ্রহণ দেখার জন্য আলাদা করে চোখে চশমা? তার ফেস গার্ড অনেকেই পরখ করছেন।