পশ্চিমবঙ্গ সরকারের রানাঘাট বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার হল এক বিরল প্রজাতির পাখি। নদিয়ার চাকদা থানার চাঁদুড়িয়া ১নং গ্রাম পঞ্চায়েতের সংস্কৃতি সংঘ মাঠে হঠাৎ-ই একটি লক্ষ্মী পেঁচা আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় ক্লাবের সদস্যরা গিয়ে সেই পাখিটিকে কোনরকম ভাবে উদ্ধার করে খাঁচায় বন্দী করে। এরপর রানাঘাট বনদপ্তর কে খবর দেওয়া হয় রানাঘাট রেঞ্জ এর বিট অফিসার প্রদীপ কুমার বাগচী এবং একজন সহকর্মীকে নিয়ে এসে বৃহস্পতিবার শিমুরালি চাঁদুড়িয়া অঞ্চল থেকে এই পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা যায় এই পাখিটি প্রচলিত কথায় লক্ষ্মী পেঁচা। পাখিটিকে বনদপ্তর এর হাতে তুলে দেন ক্লাবের সদস্যরা। প্রকৃতির ভারসাম্য দিনকে দিন খারাপ হয়ে যাবার কারনে এই সব পশু পাখি সকলের মাঝে চলে আসছেন বলে ধারনা বনকর্মীদের।