নিজস্ব সংবাদদাতা : হুগলীর বাঁশবেড়িয়া পেপার মিল এলাকায় ঘর থেকে প্রৌঢ় দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। রবিবার ভোরে ঘরের ভেতরে যুগলের মৃতদেহ পরে থাকার খবর পেয়ে হাজির হয় মগড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়।ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
মৃতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মৃতদের নাম মুসলিম মিঞা দাফালী, বয়স ৭৫ ও তার স্ত্রী রহিমা বিবি বয়স ৬৫। রহিমা বিবি মুসলিম মিঞার তৃতীয় স্ত্রী। তবে কে কি কারনে এই খুন করল তা জানতে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।