লকডাউন পরিস্থিতিতে যে সমস্ত দুস্থ মানুষদেরকে রেশন সামগ্রী তুলে দেওয়া হচ্ছে ।তাদের পাশাপাশি রাস্তায় পড়ে থাকা অনেক ভিক্ষুক আছে যারা এই সময় খাওয়ার পাচ্ছেনা তাদের কেও তুলে দেওয়া হোক রেশন সামগ্রী ।রবিবার কালীঘাটের মন্দিরের সামনে যে সমস্ত ভিক্ষুকরা থাকেন তাদের হাতে আলিপুর সার্বজনীন ক্লাবের পক্ষ থেকে তুলে দিল রেশন সামগ্রী ।অর্থাৎ তাদের একটাই এদিন বার্তা ছিল যদি দুস্থ মানুষ এই সময় রেশন সামগ্রী পেয়ে থাকে তবে রাস্তায় পড়ে থাকায ভিক্ষুকরা কেন রেশন সামগ্রী পাবে না সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়ে কাজ করা হলো।