মন্দিরের কাচের দরজা ভেঙে ঠাকুরের গহনা সহ প্রণামী বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ি গুরুচাঁদ মন্দিরে। বৃহস্পতিবার মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান ঠাকুরবাড়ির। ঠাকুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে তারা গুরুচাঁদ মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের কাচের দরজাটি ভাঙা রয়েছে। ঠাকুরের গলার গহনা নেই, প্রণামী বাক্সটি ঠাকুর বাড়ির সামনের মাঠের মধ্যে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তাদের দাবি ঠাকুরের গলার গহনা ও প্রনামী বাক্সের প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। এই ঘটনা ঠাকুরবাড়ির পক্ষ থেকে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, গুরুচাঁদ মন্দিরের চুরির পিছনে তৃণমূলের মদত রয়েছে। শাসক দলের মদত না থাকলে ঠাকুরবাড়িতে এমন ঘটনা ঘটা কোনোভাবেই সম্ভব নয়। পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে অনশনে বসারও হুংকার দিয়েছেন তিনি। এ বিষয়ে তৃণমূল নেতা ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, শান্তনু ঠাকুরের অভিযোগ সর্বৈব মিথ্যা। তৃণমূল কংগ্রেস চুরির রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তনু ঠাকুর ওই বাড়িতে চোর ডাকাত গাজাখোরদের পোষেন, চুরি করলে তারাই করেছে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।