চলছে আনলক ওয়ান তার মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০৯৫৬ জন। স্পেন, ইতালি কে টপকে গিয়েছিল আগেই এবার ব্রিটেনকে টপকে গেল ভারত।ব্রিটেনে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দু লক্ষ ৯৬ হাজার।ভারতে মোট আক্রান্ত দু’লক্ষ ৯৭ হাজার ৫৩৫ জন এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এর তথ্য অনুযায়ী খবর। আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে পশ্চিমবঙ্গেও। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৪০ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৯৭৬৭। লাফিয়ে লাফিয়ে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার পাশাপাশি সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা।