পূর্ব মেদিনীপুর জেলার দুই সৈকত শহর দিঘা ও শংকরপুর খুলল পর্যটকদের জন্যে।মারণ ভাইরাস করোনা সংক্রমনের ভয়ের আবহের মধ্যেই বৃহস্পতিবার থেকে এই সৈকত শহর গুলির হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারের সব নিয়মকানুন মেনেই পর্যটন ব্যাবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন।বুধবার বিকেলে পরিচালন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালন কমিটি ও হোটেল মালিকেরা বৈঠকে বসেন।করোনা সংক্রমনের জেরে প্রায় আড়াই মাস ধরে পর্যটকদের জন্যে বন্ধ ছিল সৈকত শহর।এর জেরে পর্যটন শিল্পে ব্যাপক আঘাত লেগেছে।হোটেল মালিক থেকে ছোট বড় রেসুরেন্ট সহ অন্যান্য ব্যাবসাতেও আঘাত লেগেছে।এই অবস্থায় সরকারি বিধি নিষেদ্ধ মেনে বৃহস্পতিবার থেকে কিছু কিছু হোটেল খুললো। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্রের সভাপতিত্বে এই বৈঠক হয় ।অন্যান্য হোটেল মালিকরা ও পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী, তপন মাইতি,পরমেশ্বর চন্দ প্রমুখ সদস্যরা ছিলেন এই বৈঠকে।শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন প্রাথমিক ভাবে ঠিক হয়েছে বৃহস্পতিবার সংগঠনের সদস্যদের মধ্যে ৩০ শতাংশ কর্মচারী নিয়ে হোটেল চালু হবে। উল্লেখ্য মান্দারমনির হোটেল মালিকেরা আগেই সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৫ তারিখ থেকে পর্যটকদের হোটেলে থাকার ব্যাবস্থা করা হবে।এবার দিঘা ও শংকরপুরও খুলে গেল পর্যটকদের জন্যে।