দীর্ঘ আড়াই মাস প্রতীক্ষার পর অবশেষে খুলছে দক্ষিণেশ্বরের মন্দির। শনিবার থেকেই খুলে দেওয়া হবে মন্দির প্রাঙ্গন ভক্তদের জন্য। তবে আগের মতো ভিড় করে আর পুজো দেওয়া যাবে না। মানতে হবে স্বাস্থ্যবিধি। বুধবার এমনটাই ঘোষণা করা হয়।সাফাই করা হয় ভবতারিণী মন্দির। করোনা এবং লকডাউনের চাপে বন্ধ ছিল মন্দির। মন্দিরের সময়সূচি পরিবর্তন করে করা হয়েছে,আপাতত সকাল সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত খোলা থাকবে মন্দির। পুজোর লাইনে মানতে হবে সামাজিক দূরত্ব এমনটাই মন্দির কমিটি সূত্রে খবর।