দীর্ঘদিন পর প্রাক্তন তৃনমূলের সাংসদের সাথে আলোচনায় বসলেন রানাঘাট দক্ষিনের নেতা-কর্মীরা।নদিয়ার রানাঘাট বিধানসভা কেন্দ্র বামেদের দখলে থাকলেও এবার এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডঃ তাপস মন্ডল জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বাণী রায়, জেলা পরিষদের সদস্যা রীনা রায়, বর্ণালী দে, রানাঘাট ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাপস ঘোষ, রানাঘাট ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দেবাঞ্জন গুহঠাকুরতা সহ ওই বিধানসভার বিভিন্ন নেতৃত্বকে নিয়ে বুধবার পায়রা ডাঙ্গায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। এই বিধানসভায় কিছুদিন আগে দিদিকে বলো কর্মসূচি থেকে ডঃ তাপস মন্ডল পরিদর্শকের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি বিধি ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বিশেষ আলোকপাত করা হয়। এদিন ডঃ তাপস মন্ডল জানান “রাজ্যজুড়ে বিজেপি ভুল ছবি তথ্য প্রকাশ করে সাধারণ মানুষকে বিচলিত করার চেষ্টা করছে সরকারের বিপক্ষে। এ বিষয়ে খুব শীঘ্রই পথে নামবে তৃণমূল নেতৃত্ব।”