শনিবার বেলা একটা নাগাদ বামেদের শ্রমিক সংগঠন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের হরিপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিপুর পঞ্চায়েতে এক ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগেও সরব হয় তারা। তাদের ডেপুটেশনে উল্লেখযোগ্য বিষয়গুলি হল ১০০ দিনের কাজ বন্টন, আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করা সহ শ্রমিকদের একাউন্টে টাকা পাঠানো। এমনই বেশকিছু দাবি সম্বলিত একটি স্মারক জমা দেওয়া হয় হরিপুর অঞ্চলের প্রধান শোভা সরকারের কাছে। পারস্পরিক দূরত্ব বজায় রেখেই এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন তারা। উপস্থিত ছিলেন বামেদের ছাত্র ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ ও বাম ক্ষেত মজুর সংগঠনের নেতা কর্মীরা।