এবার থেকে শহরের যেখানেই করোণা আক্রান্তের দেখা মিলবে সেখানেই চালু হবে সোয়াব টেস্ট। অর্থাৎ উল্টোডাঙ্গা থানা এলাকায় পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির করো না পজিটিভ দেখা মেলে যদিও তাকে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার রাতে ওই আক্রান্ত ব্যক্তিকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয় এবং এলাকায় ঢোকে এর জেরে পাড়া প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারপর তিন নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অর্থাৎ অনিন্দ্য রাউত কে বিষয়টি জানায় এলাকাবাসীরা। শুক্রবার সকাল থেকেই ওই উল্টোডাঙ্গা থানা এলাকায় পুরসভার চিকিৎসকরা পাড়া-প্রতিবেশীদের সোয়াব টেস্ট চালু করে।