একদিকে করো না অন্যদিকে লকডাউন পরিস্থিতিতে এখন প্রত্যেকেই বাড়িতে অর্থাৎ করোনা মুক্ত করতে ও শারীরিক ফিটনেস বজায় রাখতে সন্তোষপুরে দ্যা ডেন ফিটনেস স্টুডিওতে চলছে জিম ক্লাস। অর্থাৎ ইতিমধ্যে অনলাইন ভিত্তিক দেশি-বিদেশিদের ক্ষেত্রে ও চলছে জিম ক্লাস।এ ছাড়া সন্তোষপুরে জিম সেন্টার এর উদ্যোক্তা মৈনাক ব্যানার্জি উদ্যোগেই চলছে এখন এই জিম ক্লাস। অর্থাৎ শারীরিক ও মানসিক দুটোই বজায় রাখতে এখন জিম হল মোক্ষম। অর্থাৎ জিমের মাধ্যমে বারংবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। করো না দূর করতে ফিটনেস রাখা আবশ্যক সেই জন্যই এই জিম ক্লাসে নানা বয়সী মহিলারাই যোগদান করছেন। সেখানে তারা উপস্থিত থেকে বিভিন্নভাবে জিমের মাধ্যমে ফিটনেস বজায় রাখছে।