একদিকে করো না আতঙ্ক অন্যদিকে লকডাউন পরিস্থিতির জেরে গত আড়াই মাস ধরে কলকাতার সমস্ত লেডিস বিউটি পার্লার গুলি বন্ধ থাকে । বিউটি পার্লারগুলো ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়। যদিও রাজ্য সরকারের তরফে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশমতো কলকাতায় বেশ কয়েকটি জায়গাতেই লেডিস বিউটি পার্লার খোলার অনুমতি দেওয়া হয়েছে ।অর্থাৎ সেই শহরের একাধিক জায়গায় লেডিস বিউটি পার্লার ইতিমধ্যেই খুলছে। এবং সচেতনতা বজায় রেখেই লেডিস বিউটি পার্লারগুলি কাজকর্ম শুরু করেছে। বৃহস্পতিবার বাগুইহাটির একটি লেডিস বিউটি পার্লারে সচেতনতা বজায় রেখে ও কর্মীরা মাক্স ব্যবহার করে কাজ শুরু করলেন। এছাড়া যে সমস্ত কাস্টমার পার্লারে আসছে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়াও এদিন পার্লারের মালিক পক্ষ জানান, সামাজিক দূরত্ব বজায় রেখেই এছাড়া মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ও কর্মীদের জন্য পি পি ই পড়া বাধ্যতামূলক করেই পার্লারে কাজ শুরু করা হয়েছে।