ঘোষিত হল বিজেপির নতুন রাজ্য কমিটি। কমিটিতে নতুন সদস্য পাওয়ার পাশাপাশি বদল করা হলো কিছু কিছু সংগঠনের নেতৃত্বদের। দলের ১২ জন সহ-সভাপতির মধ্যে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। নিজেদের সংগঠনকে মজবুত করার পাশাপাশি রাজ্যের শাসক দল যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানান অর্জুন সিং। অন্যদিকে সম্পাদিকা দায়িত্ব পেয়েছেন ফাল্গুনী পাত্র। দায়িত্ব গ্রহণ করার পর তিনি জানান, নিজের সব রকম দায়িত্ব পালন করবেন সাধারণ মানুষের জন্য।