নিজস্ব সংবাদাতা, নদিয়াঃ চলছে লক ডাউন আর এই লক ডাউনের ৬৬ দিন পার হয়ে গেল।একদিকে মহামারিতে গৃহবন্দী সাধারন মানুষ।এরই পাশাপাশি প্রাকৃতিক দুর্জোগ ফলে মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন।এবার গত কয়েকদিনের ঝড় বৃস্টিতে কপালে চিন্তার ভাজ পড়তে শুরু করেছে প্রান্তিক চাষীদের।নদিয়ার রানাঘাট আনুলিয়া বিলধার পাড়ায় ধানের জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে।ঝড় বৃস্টিতে একদিকে ধান গাছের গোড়ার জল আর ঝড়ে গাছ লন্ডভন্ড।তাই চাষীরা আর ঝুকি নিচ্ছেন না।তাই আগে ভাগেই জমির ধান কেটে নিয়ে কেউ বাড়ি চলে যাচ্ছেন আবার কেউ মাঠেই ধান ঝেড়ে নিচ্ছেন।