নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:- উত্তর 24 পরগনা জেলা অশোকনগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রাহাপাড়া কলনির ঝনা বালা রুমা চক্রবর্তী ও অনু ঘোষাল দীর্ঘদিন ধরে তার বাড়িতে দেহ ব্যবসা জুয়ার ঠেক ও মদ ব্যবসা করার অভিযোগ। এই নিয়ে এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে বাধা দেয়। একাধিকবার থানায় অভিযোগ হয়।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা যখন বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় রাহা ও গ্রামবাসী মিলে তখন গ্রামবাসীদের সঙ্গে অশান্তি লাগে এই তিন মহিলার। এরই প্রতিবাদে থানায় অভিযোগে জানান গ্রামবাসীরা। কিন্তু কিছু সংবাদমাধ্যম মহিলাদের হয়ে খবর করায়। বুধবার এক প্রতিবাদ মিছিলে শামিল হয় এলাকার মহিলারা।