আমফান ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গা তারপর চার দিন হয়ে গেল সল্টলেকের বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে গাছপালা। কোথাও পরে রয়েছে কারো বাড়ির ছাদের টিন। আমফনের ধ্বংস্তূপ সরাতে দেখা মেলেনি রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর। অবশেষে শনিবার রাতে সল্টলেকে আসরে এল সেনাবাহিনী। রবিবার সকাল থেকে তারা জোরকদমে AD, BD সহ বিভিন্ন ওয়ার্ডে ধ্বংসস্তুপ সরানোর কাজ চালায়। দ্রুত সরিয়ে ফেলা হয় রাস্তায় পড়ে থাকা গাছপালা।