ঘূর্ণিঝড় আমফান সর্বস্বান্ত করে দিয়েছে বহু মানুষকে, মাথার উপরের ছাঁদ টুকুও কেড়ে নিয়েছে অনেকের। ঘূর্ণিঝড়ের জেরে নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে বহু এলাকা। শুরু হয়েছে সেইসব বাঁধ মেরামতের কাজও। ঠিক সেভাবেই দিনরাত এক করে মিনাখাঁর উচিলদহ গ্রামে চলছে নদী বাঁধ মেরামতের কাজ। গত বুধবার রাতে প্রবল ঘূর্ণিঝড় আমফানের দাপটে বিদ্যাধরী নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল উচিলদহ, গড়, কচুর হলো, কোকিলপুর সহ বেশ কয়েকটি গ্রাম। শনিবার থেকে সেই নদী বাঁধ সংস্কারের কাজ দিনরাত এক করে চলছে। স্থানীয় তৃণমুল কংগ্রেসের উদ্যোগে এই নদী বাঁধের কাজ শুরু হয়েছে।