সাঁইথিয়া থানার ফুলুর বলায় চন্ডী গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ,বোমাবাজি। ঘটনায় মৃত এক। মৃত ব্যক্তির নাম সেখ ইয়াকুব।বয়স ৫১। শনিবার সকালে ছেলেকে নিয়ে মাঠে ধান কাটতে যায় ঠিক তখন লালনের লোকজন তাদের দিকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ।মৃতের পরিবারের তরফে জানা যায়, লালনের লোকজন বিজেপি করে।বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। গত কাল একটি ঝামেলা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এদিন বোমাবাজি করে। গোটা বিষয়টি ইতিমধ্যেই সাঁইথিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।