ঘূর্ণিঝড় আমফানের জেরে দুদিন বিদ্যুৎহীন হাওড়া লিলুয়ার বিস্তীর্ণ এলাকা। সেই সঙ্গে রাস্তায় হাটু পর্যন্ত জল। রয়েছে পানীয় জলের সমস্যাও। দিশেহারা মানুষ প্রতিবাদে পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া পুলিশ। প্রশাসনিক অনুরোধেও সরেনি অবরোধ। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক না হলে একইভাবে অবরোধ চালাবেন বলে জানান তারা। সাধারণ মানুষের অভিযোগ, CESC কে একাধিকবার ফোন করেও কোন লাভ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে না তাদের তরফে। এদিকে শহরের বিভিন্ন অংশে বন্ধ জল পরিষেবাও। পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট খারাপ হয়ে যাওয়ার দরুন জল-সরবরাহ হচ্ছে না প্রায় গোটা শহরেই। সেই সঙ্গে একাধিক রাস্তা এখনো জলের তলায় বলে জানান এলাকাবাসী।