স্থিতিশীল রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা মুক্ত হওয়ার পর থেকেই চিকিত্সায় সাড়া দিচ্ছেন। তবে জ্বর না এলেও আচ্ছন্ন ভাব রয়েছে অভিনেতার। সাথেই চলছে মিউজিক থেরাপি। তাঁর ছবির গানও শোনানো হচ্ছে তাঁকে। তবে তাঁর আরও কয়েকটি শারিরীক পরীক্ষা করাচ্ছেন চিকিৎসকরা। সর্বদা নজরদারিতে রাখছেন মেডিকেল টিম।
