শুক্রবার নানুরের কীর্ণাহারে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে প্রার্থী না বলে এক প্রকার নাম ঘোষণা করলেন নানুর বিধানসভা এলাকায় শিক্ষক তথা তৃণমূল নেতা বিধান মাঝি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করার আগেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নানুরে তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন নানুর বিধানসভা তৃণমূল প্রার্থী হতে চলেছেন বিধান মাঝি। বিজেপির রথযাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওরা রথযাত্রা করবে ওরা নাচ গান করবে আমি দেখব, আর আমি খেলা শুরু করবো ওরা দেখবে এই ভাবেই তিনি বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি আরো বলেন, ওরা খেতে জানেনা গুটি সাজাতে জানেনা, দিনে দুপুরে রাত্রে যখন বলবেন তখনই খেলব আমি খেলা জানি কি খেলা খেলতে হবে।
