করোনার প্রকোপ বর্ষবরনেও। বর্ষবরনের সন্ধ্যায় রাস্তায় জনতার ঢল নামার সম্ভাবনা। বর্ষবরণের জমায়েতে রাশ টানতে রাজ্যকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সজাগ থাকতে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পার্ক স্ট্রিটের পুলিশ কিয়স্ক পরিণত হয়েছে সহায়তা কেন্দ্রে। সেখান থেকে প্রয়োজনে মাস্ক-স্যানিটাইজার বিলি করার উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। সাথেই এদিন করোনা সচেতনতায় প্রচার চালাবে পুলিশ।
