মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেল । সোমবার শিলিগুড়ি থানায় বিজেপির নব নিযুক্ত সর্বভারতীয় সম্পাদকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূল উদ্বাস্তু সেলের নেতারা। রবিবার, এক জনসভায়
অনুপম বলেছিলেন, তাঁর করোনা হলে তিনি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরবেন। তারপরেই অনুপমের এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে।
