কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ এক ট্রাক্টর চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিউরির হাটজন বাজার এলাকায়। সূত্রের খবর, রাস্তায় যানজট এড়াতে একজন পুলিশকর্মী পাথর বোঝাই করা একটি ট্রাক চালককে দাঁড়াতে বলে। সেই ট্রাক্টর চালক পুলিশকর্মীর কথার তোয়াক্কা না করেই সেখান ত্থেকে বেরিয়ে যেতে চায়। সেই ট্রাক্টরচালকে দাঁড় করানো হলে, পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ওই ট্রাক্টর চালকের বাকবিতণ্ডা বাঁধে। এবং ওই ট্রাক্টরচালক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে বলেও অভিযোগ। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের আধিকারিক ও সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকে।
