গৃহহীন মানুষ গুলির পাশে থাকার আশ্বাস প্রশাসনের। বুধবার সন্ধ্যায় বাগবাজারের বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে বস্তি এলাকায় পাশাপাশি ঘরগুলিতেও। ঘটনাস্থলে দমকলের বাইশটি ইঞ্জিনের যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু আগুন নিভে গেলেও থামেনি অসহায় মানুষগুলির হা হা কার। এই ভয়াবহ আগুনের জেরে প্রায় ১০০টির ও বেশি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। হারিয়ে গিয়েছে বহু মূল্যবান নথি। পুড়ে ছাই হয়ে গিয়েছে নগদ টাকা। এখন শুধু ধ্বংসস্তূপ থেকে শেষ সম্বল টুকু উদ্ধারের প্রচেষ্টা। আজ ভোরেও ঘটনাস্থলে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তার মধ্যেই ঝুপড়িবাসীরা খুঁজতে শুরু করেন আগুনের গ্রাস থেকে মূল্যবান তথ্য বেঁচে আছে কিনা। কলকাতায় গত দু-দিনে ৫ ডিগ্রি নেমেছে পারদ। আর সেই শীতের রাতেই নিরাশ্রয় হয়ে পরেছেন বাগবাজার হাজারহাট এলাকার শতাধিক পরিবার। ঘরহারা মানুষগুলির জন্য থাকা, খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেন তিনি।
