About Us

 

 

 

বাংলা চ্যানেলের ভিড়ে আরও একজন নতুন সদস্য ভূমি ২৪x৭। যার। দায়বদ্ধতা শুধু দর্শকদের প্রতি। বিনােদন থেকে মাঠ, ময়দান। রাজনীতির কূটকচালি থেকে অপরাধ জগত। দেশ থেকে বিদেশ। জেলা থেকে শহর। সব জায়গাতেই থাকব আমরা। খবরের পাশাপাশি থাকছে বিনােদনের ঠাসা প্যাকেজ। পাশাপাশি সাহিত্য সংস্কৃতির চর্চা। আসছে আরও অনেক চমক। নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে বাংলা চ্যানেলের দুনিয়ায় পা রাখছে এক ভিন্ন প্রজন্ম। চাই আপনাদের শুভেচ্ছা আর ভালবাসা।