অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম করোনা টিকা পেলেন একজন সাফাই কর্মী। কোন চিকিৎসক বা নার্স নন, নেতা বা মন্ত্রীও নন। দেশের প্রথম করোনা ভ্যাকসিন পেলেন দিল্লির এইমস হাসপাতালের সাফাই কর্মী মণীশ কুমার। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকাকরন কর্মসূচির ভার্চুয়ালি সুচনা করার পরই, দেশের প্রত্যেকটি জায়গায় শুরু হয়ে যায় করোনার টিকাকরনের প্রক্রিয়া। এই টিকাকরনের প্রক্রিয়া চলাকালীন দিল্লীর এইমস হাসপাতালে উপস্থিত ছিলেন দেশের স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষ-বর্ধন সর্দার, এইমসের ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
