শনিবার রাতে সুলেখা ঘোষ নামে বছর ৩৬ এর এক মহিলা কল্যানীর জয়মালা নার্সিং হোমে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেদিন রাত ১২টা নাগাদ ওই গর্ভবতী মহিলা পুত্র সন্তান প্রসব করেন। এরপর নার্সিং হোমের তরফে মহিলার পরিবারকে ফোনে জানানো হয় মা এবং শিশু দুজনেই সুস্থ আছেন। তবে পরবর্তী সময়ে মহিলার অবস্থা আশঙ্কাজনক হলে নার্সিং হোম কতৃপক্ষ তার পরিবারকে না জানিয়ে কল্যানী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে তাকে স্থানান্তুরিত করে, এবং সেখানেই মহিলার মৃত্যু হয়।গর্ভবতী মহিলার মৃত্যুর খবর পেয়ে পরিবার মৃতার মৃতদেহ নার্সিং হোমে নিয়ে আসে। এবং সেখানেই ক্ষোভে ফেটে পড়ে তার পরিবার। নার্সিং হোমের সামনেই চলে দীর্ঘক্ষন বিক্ষোভ। বেলা বাড়তেই নার্সিং হোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে মৃতার পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেখানে আসে কল্যানী থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথেও পরিবারের চলে বচসা, হাতাহাতি। এরপর পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ লাঠিচার্জ করে পরিবারের লোকজনের ওপর। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
