বুধবার পুরুলিয়ায় বিজ্ঞান কেন্দ্রের প্রেক্ষাগৃহে প্রকাশিত হয় পুরুলিয়ার দুই নব্য কবির দুটি কাব্য গ্রন্থ। কবি ব্রতীন দেওঘরিয়ার “অভীপ্সা” এবং কবি অনির্বান দাঁ এর “ভাবমঞ্জরী”।সেখানে উপস্থিত ছিলেন জেলার স্বনামধন্য কবিগণ সহ প্রখ্যাত ঝুমুর গায়ক কুচিল মুখার্জী এবং সাহিত্যিক রবীন পাণ্ডে,কলকাতার কবি পিঙ্কি ঘোষ সহ জেলার বিশিষ্টবর্গ।
