২১শের নির্বাচনকে সামনে রেখে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। আর ভোটের আগে নিজেদের জায়গা পাকা করতে মরিয়া বিজেপি। সে কারণে পরীক্ষিত সেনাপতিদের নিয়েই ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির। এবার ৩৯টি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। এর আগেই রাজ্যেকে পাঁচটি জোনে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে ৫ কেন্দ্রীয় নেতাকে। এবার ৩৯টি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে ৩৯ কেন্দ্রীয় নেতাকে। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কাজ করবেন তাঁরা। শুধু তাই নয়, পর্যবেক্ষকদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে রাজ্যে। সুত্রের খবর,ভোটের আগে এখানেই থাকবেন তাঁরা। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। বাঙালিদের উপরে অবাঙালি নেতাকে চাপিয়ে দিচ্ছে বিজেপি। বাঙালি নেতাদের উপরে ভরসা নেই বলে জানান হয় তৃণমূলের তরফে।
