বীরভূমের মহম্মদ বাজারে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন যুবক। মৃত যুবকদের নাম রোহন শর্মা,রোহিত শর্মা, রাহুল শর্মা। পুলিশ সূত্রে জানা যায় তিনজনের মধ্যে দুজনের বাড়ি মল্লারপুরে এবং একজনের বাড়ি মহম্মদ বাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,তারা নিকট কোন আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর সোমবার হঠাত্ই নদীতে স্নান করতে গিয়ে কোন কারণে তলিয়ে যান। প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয় মহম্মদ বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে ঘটনাস্থলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মহাম্মদ বাজার থানার পুলিশ। এরপর দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
