শক্তি বাড়চ্ছে কৃষক আন্দোলন। রাজধানী ও তার সংলগ্ন রাজ্যের কৃষকরা দিল্লীতে শামিল হচ্ছেন। আরও বৃহত্তর আকার ধারন করতে পারে কৃষক আন্দোলন। মুলত, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ধর্নায় বসেছেন কৃষকেরা। এবার সেই আন্দোলনে যোগ দিতে চলেছে অন্য রাজ্য থেকে আসা কৃষকরা। বাংলা, ঝাড়খণ্ডের ও বিহার থেকে ১০ হাজার চাষী যাচ্ছেন দিল্লি। কৃষকদের আন্দোলনে শামিল হতে এবার ওড়িশা থেকে একটি বিশেষ প্রতিনিধিদল দশটি বাস নিয়ে রওনা দিয়েছে। বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি জায়গাতে লোক সংগ্রহ করে নিয়ে যাচ্ছে দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের কাছে।
