শনিবার ভবানীপুর এলাকার ৭০ নম্বর ওয়ার্ডে কলকাতা পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা গাছ কাটার কাজে নেমে পড়েন। ইতিমধ্যেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান আমফান ঘূর্ণিঝড়ে শহরের একাধিক রাস্তায় গাছ ভেঙে পড়েছে ইতিমধ্যে কলকাতা পৌরসভার পক্ষ থেকে সমস্ত গাছ উদ্ধারের কাজে কিন্তু ইতিমধ্যেই সাফাই কর্মীরা নেমে পড়েছে। তবে বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত গাছ উদ্ধার করা সম্ভব হয়নি সেক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে শনিবার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে গাছ উদ্ধার কাজ চলছে।