করোনা আক্রান্ত সন্দেহে একই পরিবারের ৬ জনকে নিয়ে যাওয়া হল কোভিড-১৯ হাসপাতালে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শানিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের মনুনগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সেখানকার বাসিন্দা নিমাই দেবনাথ কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। ৩ দিন আগে তিনি তার পরিবারের আরও ৫ সদস্যকে নিয়ে শান্তিপুরের মনুনগরের বাড়িতে ফেরেন। বাইরে থেকে আসার পর গ্রামবাসীদের সন্দেহ হয়। এরপর তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানায়। জানা যায়, নিমাই বাবু মহারাষ্ট্রে তার লালা রস পরীক্ষা করায়। তবে তিনি রিপোর্ট না নিয়েই সেখান থেকে বাড়িতে চলে আসেন। এরপর শনিবার ওই এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মী, আশাকর্মীরা পৌছালে তারা ওই বাড়ির বিষয় সব কিছু জেনে বুঝে রিপোর্ট দেন। এবং তারপরই জরুরি পরিষেবার গাড়ি এসে তাদেরকে নিয়ে যায়। এই ঘটনায় সকাল থেকে শান্তিপুরের মনুনগর এলাকার গ্রামবাসীরা আতঙ্কে। এছাড়াও ওই এলাকায় একটি স্কুলে ভিন রাজ্য থেকে আসা ৫ জন কোয়ারিন্টিনে আছেন। ফলে স্বাভাবিকভাবেই এক আতঙ্কের চেহারা নিয়েছে ওই এলাকা।