৪০০ কিলোমিটার দূরে পোস্টিং নয়, বর্তমান পরিস্থিতিতে পুলিশকর্মীদের ফিরিয়ে আনা হোক বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরত্বের মধ্যেই। দুর্যোগের দিনেও যাঁরা সমাজ ব্যবস্থাকে সঠিক ভাবে দাঁড় করিয়ে রাখার জন্য ক্রমাগত লড়াই করে যাচ্ছেন, আমরা হয়ত ভুলে যাই তাঁরাও কোনো পরিবারের প্রিয় সদস্য। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মানবিকতার সাথে বিবেচনার দাবিতে বনগাঁয় জেলা পুলিশ সুপারের অফিসের সামনে একত্রিত হয়ে একটি স্মারকলিপি তুলে দেন পুলিশ কর্মীদের পরিবারবর্গের সদস্যরা। তাঁরা জানান, পুলিশ কর্মী হিসেবে তাঁদের কারোর সন্তান, কারোর স্বামী বর্তমান পরিস্থিতিতেও বাড়ি থেকে বহু দূরে পোস্টিংএ রয়েছেন। কেউ কেউ সুন্দরবন, সন্দেশখালি, ভাঙ্গর সহ জেলার বিভিন্ন জায়গা ছাড়াও জেলার বাইরেও অনেকে পোস্টেড রয়েছেন। বর্তমান সময়ে কেউই নিজেদের বাড়িতে পরিবারের কাছে ফিরতে পারছেন না। পুলিশ কর্মীদের পরিবারেদের দাবি চাকরির প্রতি তাদের যেমন দায়বদ্ধতা রয়েছে, ঠিক তেমন কর্তব্য রয়েছে তাঁদের পরিবারের প্রতি। যাতে তাঁরা বাড়ি থেকে ৪০ কিলোমিটারের মধ্যে পোস্টিং পান এমন দাবি নিয়েই স্মারকলিপিটি তুলে দেওয়া হয় এদিন। জেলা পুলিশ সুপার অফিসে না থাকায় তাঁর পক্ষ থেকে অন্য আধিকারিক স্মারকলিপিটি জমা নেন। পুলিশকর্মীদের পরিবারের দাবি তাঁদের আদেবন পৌঁছে দেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, তাঁদের আশা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই মানবিকতার সাথে দেখবেন।