ঈদের আগে ছেলের নিথর দেহ ফিরল বাড়িতে। ২০ মে জঙ্গিদের গুলিতে শহীদ হয় মুর্শিদাবাদের দুই CRPF জওয়ান। একজন রেজিনগর গোপালপুরের বাসিন্দা জিয়াউর হক,অন্য জন জলঙ্গীর সাহেবরামপুরের বাসিন্দা রানা মন্ডল। দুজনে কাশ্মীরের শ্রীনগরে ৩৭নং ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে বাড়িতে খবর আসে জঙ্গীদের গুলিতে শহীদ হয়েছেন তাদের ছেলে।পরিবারের তরফে জানান হয়, দুজনে বাড়িতে ফোন করে বলেছিল তারা ঈদের ছুটিতে বাড়ি আসবে। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। শনিবার বাড়ি ফিরল তাদের নিথর দেহ।
