করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের পর থেকে রাজ্যের নিম্ন আয়ের মানুষজনের পাশে দাঁড়িয়েছেন প্রশাসন, রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ঠিক সেভাবেই সাধারণ মানুষের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়িয়েছে সুমন রায় চৌধুরী। শুক্রবার এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশন ব্যাঙ্গল সার্কেল ও কমিটি ফর ন্যাশনাল ইন্টিগ্রেশনের সহযোগিতায়, সুমন রায় চৌধুরীর নেতৃত্বে ১৫০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন শ্রী সৌম্য দত্ত ও কমিটির সম্পাদিকা শ্রীমতি সুদীপ্তা রায় চৌধুরীI জানা যায়, এর আগেও গত ২৯ শে এপ্রিল ১২৫ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী এবং ৪০০ জন মানুষের হাতে মাস্ক তুলে দেন তারা। যার জেরে স্বাভাবিক ভাবেই উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।