ফের করোনা আক্রান্ত দুই পুলিশ কর্মী। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়া থানার দুই কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছে।তাদের ভর্তি করা হয়েছে গোলাবাড়ি থানা এলাকার আইএলএস হাসপাতলে। সূত্রের খবর দুদিন আগে ওই কনস্টেবলদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার সেই রিপোর্ট হাতে আসে। হাসপাতালে পাঠানো হয় তাদের। আরো দু জন পুলিশকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। উল্লেখ্য,এর আগে শিবপুর থানায় ১৬ জন পুলিশ কর্মী এবং সাঁতরাগাছি থানার দুজন পুলিশ কর্মী আক্রান্ত হয়। বর্তমানে শিবপুর থানার একজন ছাড়া সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এদিকে সংক্রমণের ঘটনায় হাওড়া থানার পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।