সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ডে রোজ নতুন সত্য সামনে আসছে। পাঁচ দিন হল সিবিআই সুশান্ত সিং রাজপুত কে নিয়ে কাজ করছে তার মধ্যে রিয়া চক্রবর্তী বা তার পরিবারের কেউই আসেননি জিজ্ঞাসাবাদের দিন বলে দাবী করেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবীর আইনজীবী। সিবিআই সূত্রে জানা গেছে তারা এখনও রিয়া চক্রবর্তী কে ডেকে পাঠাননি। তবে সিবিআই এও জানিয়েছেন খুব তাড়াতাড়ি সবাই কে জিজ্ঞাসা বাদ করা হবে। সুশান্ত সিং রাজপুতের পিতা কে কে সিং তাঁর ছেলের প্রেমিকার বিরুদ্ধে মামলা করেন আত্মহত্যা ও তাঁর টাকা হস্তক্ষেপ করার কারণে। এই মামলাটি প্রথমে পাটনায় করেন তাঁর পিতা, পরে সেটি সিবিআই নিজেদের কাছে নিয়ে নেয়। পরে এও জানা যায় গোয়েন্দারা শাণ্টাক্রুজের ডী আড় ডিও গেস্ট হাউসে অভিনেতার একাঊণ্টেণ্ড রজত মেবতিকে ও সুশান্তের বন্ধু সিদ্ধারত পীঠাণী, পাচক নীরজ সিংহ এবং পরিচালক দীপেশ শামোণ্টোকে। টানা পাঁচ ঘণ্টা জেরা করা হয় তাঁদের। ঘটনার দিন এরা তিন জনেই ছিলেন সেই ফ্ল্যাটে। গোয়েন্দাদের দল যেই রিসোর্টে অভিনেতা ২ মাস ছিলেন সেখানেও যান কিন্তু কেউ না থাকায় ফিরে আসেন তারা।
