নদিয়া জুরে রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে ৫ শিশু। খবর পেয়ে নদীয়ার তাহেরপুর থানার পুলিশ শিশু গুলিকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুর থানা এলাকায়। সূত্রের খবর, গতকাল রাতে ওই এলাকায় বাদকুল্লা স্টেশনে সন্দেহজনকভাবে একসঙ্গে পাঁচ শিশুকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। কি কারণে তারা সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তাদের বাড়ি ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের আটকে রেখে তাহিরপুর থানার খবর দেওয়া হয়। তাহেরপুর থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে নদীয়া চাইল্ড লাইনে খবর দেওয়া হয়। শনিবার সকালে চাইল্ড লাইনের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে হোমে নিয়ে যাওয়া হয়। শিশুগুলি বয়স আনুমানিক 9 থেকে 12 বছরের মধ্যে।তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় প্রত্যেকের বাড়ি নদীয়ার বিভিন্ন জায়গায়। তবে কী কারণে ওই পাঁচ শিশু একসঙ্গে সেখানে ঘুরে বেড়াচ্ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি। নদীয়া চাইল্ড লাইনের পক্ষ থেকে দেবব্রত কর্মকার বলেন, আপাতত শিশুগুলোকে উদ্ধার করে হোমে রাখার ব্যবস্থা করা হবে। এরপর পুলিশ তাদের পরিচয় সম্পর্কে তদন্ত শুরু করে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে শিশুগুলিকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।