করোনার চিকিৎসা কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এবার হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে এলো কেন্দ্রীয় প্রতিনিধির একটি দল।বৃহস্পতিবার সকালে তিনজনের একটি প্রতিনিধি দল এলেন।হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কত রোগী এই মুহুর্তে ভর্তি ও হাসপাতালে চিকিৎসার সরকারী নিয়ম বিধি ঠিকমত পালন করা হচ্ছে কিনা তাও জিঙ্গাসাবাদ করেন তারা। জেলা সদর এবং মহকুমা হাসপাতাল গুলির পাশাপাশি এই হাসপাতাল করোনা চিকিৎসায় প্রথম দিন থেকেই লড়াই চালিয়ে আসছে। এখনও অবধি ১০০ জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এই মুহুর্তে আটত্রিশ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি রয়েছেন। ফলে এই দীর্ঘমেয়াদি লড়াইয়ে আরোও বেশ কয়েকদিন লড়াই চালিয়ে যেতে হাসপাতাল কতৃপক্ষকে মনোবল বাড়ানোর জন্যও অনুপ্রানিত করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।শ্রমজীবী হাসপাতাল কতৃপক্ষের দাবি, কোভিন১৯ চিকিৎসার ক্ষেতে হাসপাতালের পরিকাঠামো দেখে রিতিমত খুশি এই কেন্দ্রীয় প্রতিনিধি দলটি।এরপর তারা কলকাতার উদ্দেশ্য রওনা দেয়।