মালদা : শ্রমিক স্পেশাল ট্রেনে করে ব্যাঙ্গালোর থেকে ১২০০ জন শ্রমিক পৌছাল মালদায়। করোনার আশঙ্কায় আতঙ্কিত জেলাবাসী। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় ব্যাঙ্গালোর থেকে ১২০০ শ্রমিক নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকলো মালদায়। মালদা থেকে ট্রেনটি যাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনে করে একসাথে মালদার ১৮১ জন শ্রমিক মালদায় এসে হাজির হওয়ায় করোনা সংক্রমণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে জেলাবাসী। যদিও প্রশাসন সমস্ত শ্রমিকের লালারস সংগ্রহ করে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছে। মালদা টাউন স্টেশনে বিকেল সাড়ে পাঁচটার সময় ট্রেনটি এসে হাজির হয়। মালদার মোট ১৮১ জন যাত্রী ছিল তাদের প্রত্যেকের লালা রস সংগ্রহ করা হয়। শুধু তাই নয়, রেলের পক্ষ থেকে প্রত্যেক যাত্রীর কাছে খাদ্য সামগ্রী, পানীয় জল পৌছে দেওয়া হয়। এদিন বেশ কিছু শ্রমিকের ক্ষোভ ছিল ট্রেনে জল খাবার কিছুই ছিলনা বলে। ট্রেনে উত্তর বঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির পরিযায়ী শ্রমিকেরা রয়েছে বলে জানা গেছে। এরপর ট্রেনটি নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
