স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে JEE পরীক্ষা। এই পরীক্ষাটি চলবে ১-৬ সেপ্টেম্বর পর্যন্ত। থার্মাল গানে তাপমাত্রা মেপে, তারপর হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। সমস্ত রকম সামাজিক দূরত্ববিধির দিকে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে।আরও জানা যায়, আইসোলেশান রুমের ব্যবস্থা করা হচ্ছে।গতকাল সন্ধে পর্যন্ত মোট ১২ লক্ষ ৭৫ হাজার নিটের অ্যাডমিটকার্ড ডাউনলোড হয়েছে। জেইই পরীক্ষার জন্য মোট অ্যাডমিটকার্ড ডাউনলোড করেছেন ৭ লক্ষ ৭৮ হাজার জন। মুখ্য মন্ত্রীর কথা অনুযায়ী, রাজ্যে বাসের সংখ্যা বাড়ানো হবে। যাতে, এই ছাত্র-ছাত্রীদের যাতায়াতে কোন অসুবিধা না আসে।
